সারি সারি ঝাউবন ঘেঁষে চলে গেছে পথ অজানা জনপদে;
মাঝে মাঝে মানুষের মিলন মেলায় মেঘভাঙ্গা হিমেল রোদ-
আবেগে অন্তর ছুঁয়ে যায় অভিনব ছন্দে নিঃশব্দে নিরালায়!
গোধূলির আভা ইশারায় মিষ্টি সুরে কানে কানে বলে যায়-
আবার এসেছি ফিরে তোমাকেই ভালোবেসে জানাতে প্রণয়!  
বহমান খরস্রোতা নদীর মত আছড়ে পড়ে হৃদয় আমার।
ইচ্ছে করে গিরিখাদে ঘর বেঁধে মুক্ত বাতাসে করি সন্তরণ।
রিক্ত হৃদয়কে সিক্ত করি প্রকৃতির সাথে করে মৃদু আলাপন।
নীরবে বয়ে চলা শান্ত সরোবরের মত তোমাকে ভালোবেসে
উপভোগ করে যাই জীবনের চাওয়া-পাওয়ার সমস্ত আনন্দ।
আকাশের রঙের সাথে ভাগ করে নেই উদারতার কল্পচিত্র।
যার সাথে পূর্ণ হবে মনের গভীরে আঁকা আল্পনার আবেগ।
মেলে ধরি দু’টি ডানা সবটুকু সংকোচ অবজ্ঞা হয় অন্তরায়।
ইচ্ছে করে ভালোবেসে প্রকৃতির রঙরূপ, শোষণ করি রস-
ইচ্ছে করে গড়ে তুলি তারই মাঝে নান্দনিক সুখের আবাস।
জনশূন্য গভীর অরণ্য ছুঁয়ে যায় স্বপ্নের মত করে বার বার-
চেতনার সিংহদ্বার নীরবে-নিভৃতে আলগোছে অজান্তে সবার।
এ এক অনন্য পৃথিবী, যাকে ভালোবেসে সুখী হওয়া যায়।
তাইতো খুঁজে ফিরি সৃষ্টির দিগন্ত জুড়ে প্রকৃতির সুবাসিত প্রেম।
হয় তো মিটে যাবে জীবনের অপ্রাপ্তি, যতটুকু রয়েছে অপ্রকাশ।