মেঘের চাদরে ঢেকে আছে পর্বতনগরী!
যার মাঝে মানুষের আবাস, চলছে গাড়ির সারি
ভেজা ভেজা সড়ক জুড়ে নান্দনিক ছন্দে।
শুভ্রবরফে ঢাকা পাহারচূড়া হাসছে আলোর ছোঁয়ায়!
নীরব জনপদে স্বপ্নরা খেলা করে সানন্দে!
তারই মাঝে খেলা করে আলো-ছায়ার দ্বন্দ্ব!
যেই দেখে, পারে না সে না হয়ে মুগ্ধ।
মাঝে মাঝে দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ ঝাউগাছ!
কুয়াশায় ঢাকা যেন, দুর্বোধ্য কবিতার ছন্দ!
গোছানো শহরে নেই মানুষের এলোমেলো বিচরণ।
কনকনে শীতের সান্নিধ্যে পরিপাটি নগর জীবন;
বাড়ির চিমনীর ধোঁয়া গিয়ে মিশে যায় মেঘে!
ছবির মত মনোলোভা জনপদ কেড়ে নেয় দৃষ্টি;
ছিমছাম পরিবেশে দাঁড়িয়ে আছে বর্ণিল টালিঘর,
কি এক বাসনা যেন রাখে মনের গভীরে পুষে!
ইচ্ছে করে তাকিয়ে থাকি বিশ্বের বিস্ময় নিয়ে!
বিস্তীর্ণ সবুজ মাঠে ঘাসের শীর্ষে জমেছে শিশির,
আহা! মন ছুয়ে যায় কি এক আবেগী ইশারা!
ক্ষণিকের তরে হলেও ভুলে যাই সকল হতাশা!
ভালো লাগে প্রকৃতির প্রেম, কাছে টানে হৃদয়কে।