আলোকিত ভুবনেও নেমে আসে ঘন অন্ধকার,
যদি সভ্যতার মুখোশ পড়ে জনারণ্যে করে বাস!
বর্ণিল ঝাড়বাতির আবেগী মাধুর্য ছন্দ বিলায়!
তবু, বিলাসী মনের মাঝে আকাঙ্খা দোল খায়!
ছুটে ছুটে যায় আলোর মোহনায়, যেখানে রয়েছে
বার-ক্যাফে-ক্যাসিনোর আলো-ছায়ার খেলাঘর!
আলোর ফোয়ারার মাঝেও অন্ধকার খেলা করে
গহিন রাতে, যার কাছে হার মানে অমানিশা!


ইটের গাঁথুনী ছুঁয়েছে আকাশ যেন মাথার উপর!
দিবা-নিশি চাষ করে জ্ঞান-গরিমা বাহারি প্রাসাদে;
তবু, জনক-জননী কাঁদে মর্ত্যের অমানবিক নরকে!
অর্থের প্রাচুর্যে বড়ই বেসামাল, সভ্যতার পানশালায়!
সুখের পাগলা ঘোড়া দাবড়ায় ভুস্বর্গের কোণে-কোণে-
যদিও খুঁজে মরে নিভৃতে একমুঠি প্রশান্তির অনুদান!