পাগলা ঘোড়ার দাপট দেখে
কাঁপছে খোকার প্রাণ!
জীবন তাহার ভয়েই কাতর
হৃদয় হয় খান খান!


আল্লাহ্’র কাছে দু’হাত তুলে
সে করছে মোনাজাত,
নির্বিরোধে বাঁচাতে চায় সে,
তার মনটা অভিজাত।


কাজের ফাঁকে আবেগী সুরে
আদর-ভালোবাসা চায়,
কিন্তু সদা অকস্মাৎ কেনো
অপবাদ-অথান্তর পায়!


তাইতো সে, সবুজ ঘাসকে
সব মনের কথা কয়,
আলতো করে জড়িয়ে ধরে
মন করে তার জয়।


আলোর সাথে আপস করে;
মিথ্যার চায় অবসান,
আঁধার যেন পালিয়ে যায়,
প্রশান্তি খোদার দান।