তোমার আবেগী উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করে-
স্বপ্ন দেখতে, কবিতা লিখতে আর ভালোবাসতে।
যদি তুমি জানতে, আমার হৃদয়ে তুমি কতটাই ছন্দময়;
আমি ভালোবাসি প্রশান্তির অনিন্দ্য ছায়াপথ,
যেখানে সকালের শুভ্রতা আলোর দ্যুতি ছড়ায়।  
ভালোবাসি রাতের স্নিগ্ধ পূর্ণিমা চাঁদ,
তাই তো নিয়ত উকি দেই বাতায়ন খুলে।
যদি পাই তোমার বর্ণিল আগমন জুড়াতে নয়ন।
আমি আপ্লুত হবো, ভেসে যাবো খুশির অর্ণবে!
যদি জানতে, কতটা ভালোবসি তোমার অস্তিত্বকে।
তোমার নন্দিত ইশারার মায়াবী অনুরাগ ফুটে উঠে
আমার হৃদয়ের আঙিনায় পুলকিত পুষ্পিতা হয়ে।