নৈরাজ্যের চত্বরে বেহেস্তের স্বাদ!
কতটা গাঢ় হলে ভালবাসার ঘ্রাণ
প্রমাণিত করে মানব প্রেমের টান!
অথচ, ছলনা চলে কিন্তু নির্বিবাদ!


দুঃসহ যন্ত্রণার ফাঁদে মানুষ মরে!
অথচ, জীবন নাকি হয়েছে মহান!
সুখের উত্তাপে যারা চুটকি শুনান!
তারাই তো ফাটকে বেহেস্ত গড়ে!


আর কত তামাশা দেখবে মানুষ!
এমনই হয় বুঝি থাকে যদি শক্তি!
বন্দী রেখে বলে এরই নাম মুক্তি!
তারপরও বলবে, আছে তার হুঁশ?


প্রহসনের ব্যাখ্যা জানে না যে জন,
কেমনে বুঝবে তারা আসল-নকল;
বললে কেউ, মস্তক হয়েছে বিকল-
উন্মাদাশ্রমে দিলে দ্রোহী হবে ক্ষণ?