মানবতা আজ কেঁদে কেঁদে মরে
সুখের স্বপ্ন নেই জনতার ঘরে!
বিনম্র শ্রদ্ধায় নত করি শির,
হে মহান খোদা পাঠাও বীর।


কার কাছে আজ করি অভিযোগ
সবার হৃদয় জুড়ে ধরেছে রোগ!
সত্যকে মেনে নিতে ওরা অপারগ
ছলনার আশ্রয়ে করে যায় ভোগ!


বিনিদ্র জনতার মনে নেই শান্তি
বারুদের ধোঁয়ায় বাড়ে নির্মম ক্লান্তি!
লোকালয়ে, জনপদে মানুষের হাহাকা্র!
কারও নেই ক্ষমতা, দিতে পারে সুবিচার!


এমনই ধরণীতে জনগণ করে বাস;
সুখের স্বপ্ন নেই, চারিদিকে শুধু লাশ!
অগনিত জনপদে, আবালবৃদ্ধ কাঁদে
অশান্তি জড়িয়ে ধরে অযাচিত অপবাদে!


জালিমেরা আশা করে বেঁচে রবে চিরদিন!
জুলুমের শিখা জ্বলে, মুক্তির আশা ক্ষীণ;
আর কত পরীক্ষা দিয়ে যাবে জনগণ
ঈমান বাঁচাও খোদা, তুমি তো আপন।