“শপথ পূর্বাহ্নের, শপথ গভীর রাত্রির”
এ কথার মাধ্যমে আল্লাহ্ তাঁর
প্রিয় নবী ও রাসুলকে বলেন,-
“তিনি তাঁকে ত্যাগও করেননি,
কিংবা তাঁর প্রতি বিরূপও হননি।”


দুনিয়ার জীবন মরীচিকা সম
যার পিছনে ছুটে চলি পাগলের মত,
হতাশার মাঝে ডুবে যাই নিয়ত
ভুলে যাই আল্লাহকে অবিশ্বাসীর মত।


নবীকে বলেন আল্লাহ্ সান্ত্বনা দিয়ে-
“পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
তাঁকে তো তিনিই আশ্রয় দিয়েছেন।”
শপথ করে বলেন, “সন্তুষ্টও করবেন।”


সত্য যেখানে বিপন্ন, আল্লাহ্ বর্তমান;
সূরা দু’হা’য় আছে মানবতার শিক্ষা।
“এতিমকে মমতা দিয়ে ভুলিয়ে দাও দুঃখ;
হে প্রশ্নকারী, অভাবীকে করো না তিরস্কার।”


আল্লাহ’র নেয়ামতে সমৃদ্ধ হবার কারণে
এসো সবে তাঁর শুকরিয়া আদায় করি,
তাঁর দয়া ও দানের প্রতি অবনত হই-
হাজার বার তাঁর প্রতি হই চিরকৃতজ্ঞ।


তিনি নবীকে দিয়ে শিক্ষা দিয়েছেন সবাইকে
হতাশা থেকে বেড়িয়ে আসার তরে,
কারণ, আল্লাহ থাকেন মোমিনের পাশে।
নিরাশ হবার কারণ নেই চরাচরে।


সূরাঃ আদ দুহা’র আলোকে রচিত।
সূরা নম্বরঃ ৯৩