মসনদে বসে সাজা দেয় রাজা
প্রজা করে প্রতিবাদ!
গোঁজা মিল যদি করে দেয় ফাঁস
জুটে যায় অপবাদ!


স্বার্থের তরে রাজা বলে ঢের
চেপে রেখে অভিলাষ,
মুক্তির তরে যারা করে দ্রোহ
তারা হয়ে যায় লাশ!


নিয়মের সাথে করে না আপস!
অহরহ করে ছল্,
জীবনের সাথে জুয়া খেলে রাজা
হেরে গেলে হয় খল্!


ইতিহাস থেকে সরে আসে রাজা
মানে না সে পরাভব,
বিচারের বাণী শুনে কাঁদে প্রজা
থেমে যায় কলরব!


অভাবের সাথে লড়ে যায় দুখী
মিটে না মনের সাধ!
দেয়লের সাথে ঠেকে গেলে পিঠ
ভেঙ্গে ফেলে সব বাঁধ!