বৃষ্টিতে ভিজতে বড় ভালো লাগে,
ভালো লাগে অতীতে মিশে যেতে;
দীপনের সন্ধান করি স্মৃতির মাঝে!
হৃদয়ের আনন্দে-বিরহের বেদনায়
ভরে আছে সেইক্ষণ মনের গহীনে।


কখনো ভাল লাগে, জানালায় বসে
এঁকে যাই আল্পনা নীরবে-নির্জনে;
করি কত কল্পনা আগামীকে ঘিরে!
ডুব দেই স্বপ্নমাঝে নিজের অজান্তে।
সে এক আলাদা সুখ, সবাই জানে।


বৃষ্টিও ঝরেছে আহা রিমঝিম ছন্দে;
টিনের চালে, সবুজ মাঠে, আনন্দে।
কি এক আবেগ দোলা দেয় হৃদয়ে-
স্বপ্নের সাথে গলাগলি ধরে নীরবে!