নিজেকে খুঁজে ফিরি আজন্মকাল;
অথচ, আমি কিন্তু আমি নই!
তোমার গভীরে তুমি যদি থাকো
তোমার ইচ্ছের দাম তবে কই!


সুকুমারবৃত্তি সকল দর্শনাতীত-
পলকে-অগোচরে ছন্দ হারায়!
দিবস-রজনীর আঁধার বলয়ে
সরণি হারায় বল, কার ইশারায়!
ব্যক্তির সামর্থ্য এখানে কোথায়!


উপবনে পুষ্প বিকাশে আসে
প্রকাশ্য দিবালোকে মউ চোর!
নির্বিবাদে মধু নিয়ে চলে যায়!
অথচ, নীরবে চেয়ে দেখে মালী
নেই যেন তার কোন দায়!


কোথা থেকে পুষ্পদল পায় সুঘ্রাণ;
অনন্য সৌন্দর্যে কেই বা সাজায়!
হৃদয়ে বাসা বাঁধে প্রেম-ভালবাসা,
কোথা থেকে দুঃখরা আসে ধরায়!