ক্ষুধায় জ্বলে পাকস্থলী
কাঁপে সর্বদেহ!
খাল খেয়েছে, বিল খেয়েছে
এবার খাবে গ্রহ!


শকুন যেমন আকাশ থেকে
খুঁজে ফিরে লাশ,
ক্ষুধার জ্বালাও তেমন করে
জমিন করে গ্রাস!


জীবন নামের বস্তু খেতে
লেগে গেছে ধুম!
প্রতারণার ছলে ক্ষুধা
স্বপ্ন করছে গুম!


পাখ-পাখালি, বৃক্ষ-লতা
যখন হবে শেষ,
পোকা-মাকড় খেয়েও ক্ষুধার
থাকবে অবশেষ!


খাবার যখন সাবাড় হবে
থাকবে শুধুই মিত্র,
ক্ষুধার সামনে রবে আরো
রক্তাক্ত মানচিত্র!