দু’টি হৃদয় যখন নিমগ্ন থাকে স্বপ্নের আঙিনায়;
বসুধা তখন, নিঃস্পন্দের মত নির্বাক হয়ে রয়!
ওরা আল্পনা এঁকে যায় মাধুরী মিশিয়ে নীরবে,
অন্ধের মত বন্ধ রেখে আঁখি প্রেমেরকাব্য লিখে
যায় আগামীর ইমারত গেঁথে সুখের প্রত্যাশায়!
বনেদি ভাবনার মাঝে ছন্দরা হাসে নগ্ন ছায়ায়!
দূরের কল্পলোকে ভেসে যায় অনিন্দ্য ভেলায়,
নন্দিত সরোবরে মোহমগ্ন হয় যেন হংসমিথুন!
কালের পরিক্রমায় বংশ পরম্পরায় উতলা রয়
স্পন্দিতহৃদয় আবাদীর মত সৃষ্টির উন্মাদনায়!
দ্যুতির আভা সুস্পষ্ট থাকে তখনো অঙ্গরেখায়।
ভঙ্গ হয় রঙ্গ-তামাশা, সাঙ্গ হয় উত্তাপিত বেলা-
রমণ যাপিত হ'লে মুগ্ধ অনুভবে পুলক ছড়ায়!
অবশেষে সহাস্যে পার করে কিছু নিথর সময়!