মিছেমিছি ধরে ধরে দাও যদি শূল;
সময় ঘনিয়ে এলে, মনে হবে ভুল!
রাজা হয়ে ভাব যদি প্রজা বেয়াদব,
বিক্ষুব্ধ হলে তারা উল্টে যাবে সব!


ক্রমেই যখন দেখি, স্পষ্ট হয় সত্য,
তখনই বদলে যায়, মিথ্যার গুরুত্ব;
উন্মত্তের শক্তি, যখন হয় তালহারা
তখন ঘটায় ওরা ধ্বংস বেপরোয়া!


মনে রেখো চিরকাল এমন রবে না-
উত্থান-পতন খেলা শেষও হবে না;
সময় থাকতে করো নিজকে শোধন
নইলে করতে হবে, অশেষ রোদন!


স্বেচ্ছাচারিতায় যদি শান্তি হয় নাশ;
খোয়াব লোপ পাবে পাচ্ছি আভাস!