যোদ্ধা জননী জনম দিয়েছে, যে দেশে মরণজয়ী,
সে দেশ হারে না কোনো যুদ্ধে, হলেও রক্তক্ষয়ী!
ষড়যন্ত্রীরা সাবধান হও! ভেবো না এদেশ ক্ষীণ;
আসুক বন্যা! ঝড়-ঝঞ্ঝাট, আমরা নই শক্তিহীন।


রক্তের নদী সাঁতরে এসেছি করিনি মোটেই ভয়;
হপকা দিয়ে বোঁচকা নেবার ছেড়ে দাও অভিনয়!
অনেক নিয়েছ দাওনি কিছুই, তবু কর চোটপাট!
দিতে দিতে সব রিক্ত হয়েছি বাকি নেই ঠাটবাট!


তোমার পাওনা পূর্ণ হয়েছে হিসাবটা আমার শূন্য!
তোমার গতর  নাদুসনুদুস! অরক্ষিত যারা, দৈন্য!
ধন-সম্পদে ভরেছ খাজানা হাজারো স্বাদের পণ্য!
নগণ্য আমরা বুঝেছি এবার, তোমরা কত জঘণ্য!


এসেছে লগ্ন জেগে উঠো সব জ্বালাও মনের বাতি,
ঐক্যবদ্ধ হয়ে জ্বালাও মশাল কাটবে আঁধার রাতি।
শোককে এখন শক্তি বানিয়ে বাজিয়ে দাও রণতূর্য;
আসবে বিজয়, সারা দেশ জুড়ে, উঠবেই নব সূর্য।