মাঝে মাঝে মনে হয়-
যদি শিক্ষিত হতাম কিংবা ধনবান,
হতাম তোমাদের অতি প্রিয়জন;
জানি, এ দুঃখবোধ আমৃত্যু হয়তো
আমাকে কুড়ে কুড়ে খাবে নিরন্তর!
তবু, তোমাদের তরে রইবে আমার
লাল গোলাপ শুভেচ্ছা জীবনভর।
ভুলো না কিন্তু, মনে রেখো আজীবন!
পৃথিবীতে আসাটা কি বেকার হলো!
জীবনে বহুবার স্বপ্ন দেখেছি ঢের,
কিন্তু, গোধূলি বেলায় খেয়াঘাটে এসে
স্মৃতির পাতাটা মেলে ধরে দেখলাম,
অমা’র আাঁধার ছাড়া আর কিছু নেই!
পূর্ণিমার ভরা জোছনা তো দূরের কথা,
জোনাকীর আলোও ছড়ায় না স্নিগ্ধতা!
প্রিয় হতে পারিনি বলে ক্ষমা করো।