রুবাই-২৭  


প্রহর তো কেটে যায় সুখেরই সাধনায়
সুখতো দেয় না ধরা দুঃখই মিলে হায়!
জীবন-মরণ মাঝে যেটুকুন সময় আছে
ভালোবেসে টেনে নাও হৃদয়ের মোহনায়।


রুবাই-২৮  


নিজ হাতে একদিন বিজয় ছিনিয়ে এনেছিলাম;
অবক্ষয়ের চূড়ান্ত রূপ নিজের চোখেই দেখলাম!
এখন নিজের কানেই শুনছি, পতনের পদধ্বনি!
এক জীবনেই আকাঙ্খার বুঝি সবটুকু হারালাম!


রুবাই-২৯  


সময় কি তবে ক্রমে-ক্রমে সুন্দরের বিরুদ্ধে ফুঁসছে!
জীবন কি তবে জীবনের সাথে স্বার্থপর হয়ে উঠছে!
তাই তো কেমন এক দুখসাগরের দিকে ধেয়ে চলছি!
তবুও পাবে স্বর্গদ্বার! হয়তো বা তাই কেউ ভাবছে!