রুবাই-৪৮


পৃথিবীকে বড় বেশি ভালোবেসে হেরে যাই সুন্দরের কাছে!
তাই তো, স্বপ্নও অসম্মানিত বোধ করে অপরিসীম লাজে;
চাইলে অশিষ্টের ভেতর থেকেও উদ্ধার করা যায় সত্যকে;
যা জীবনকে পরিপূর্ণ করে দিতে পারে নিত্য সকাল-সাঁঝে।


রুবাই-৪৯


অত্যাধুনিক এ সমাজে ঈমান ঠিক রাখা বড়ই কঠিন!
এর মাঝে অলীক স্বপ্ন দেখে সব  অহম করে প্রতিদিন;
চতুর্দিকে ইন্দ্রজালের আকর্ষণ, খবিশ করে নিত্য প্রহার!
নিন্দা-অপবাদকে সঙ্গী করে বসত করি ভ্রষ্টের অধীন!


রুবাই-৫০


যে মায়ের আঁচলে পেয়েছিলাম মমতার সন্ধান,
করিনি সেই মাকে সময় থাকতে কোন সম্মান!
ক্ষমা কর প্রভু, না বুঝে করেছি আমি অন্যায়!
মা আমার দুখী ছিল, তবু ছিল ঢের অবদান।