রুবাই-৯৭


হৃদের মাঝে যে ব্যথা বাসা বাঁধে চুপিসারে,
যায় না বলা সে কথা কোনদিনও মিহি সুরে;
সেই সে কথা যখন হয়ে উঠে বেশ কাব্যময়;
অন্য কোথাও নয়, আসন পাতে অন্তর জুড়ে।


রুবাই-৯৮


কবিগণ ভাবেন, নীরবে সকাল-দুপুর,
চমৎকার সব রম্যরসে থাকে ভরপুর!
সমৃদ্ধ-আঁচড়ে হয় অনিন্দ্য! ছন্দোময়;
ছড়িয়ে পড়ে জগত জুড়ে, প্রজ্ঞার নূর!


রুবাই-৯৯


তখনই বিভ্রান্তি দখল করে মানুষের মন!
অকিঞ্চিৎকর পান্ডিত্বের অপসংস্কৃতি যখন
প্রস্তুত করে আধিপত্য বিস্তারের রণক্ষেত্র!
ধ্বংস করে সম্পর্ক আর সৌহার্দের বন্ধন!