রুবাই-৭১


যাদের মাঝে আছে অনুশোচনার দায়ভার
তারাইতো উত্তম যারা ক্ষমা চায় বার বার।
গুনাহ্ তো করবোই আমরা, সাধারণ বলে-
তবু পাবো কিছু ছাড় পরম দয়ালু খোদার।


রুবাই-৭২


আধুনিকতার নামে বসেছে আত্মা বিক্রীর হাট!
মর্তবৈভবের মোহে মাতোয়ারা মন সাজে লাট!
অতঃপর আসবে সেদিন, যেতে হবে গোরস্থান;
পরম আত্মীয়-স্বজন, ফেলে রেখে সব ঠাটবাট!