রুবাই-৩৩

অমার্জিত সভ্যতার করাল গ্রাসে অতিষ্ঠ জীবন;
এর তরে কারা দায়ী, রাখে না কেউ তা স্মরণ!
হার-জিতের খেলা চলে ক্রমাগত নেই পরিশেষ!
কেউ পড়বে ফুলের মালা, কারো বা হবে মরণ!

রুবাই-৩৪

দৃষ্টির আড়ালে গেলেই কি মনের আড়াল হয়ে যায়!
যদিও ভালোবাসা সর্বদাই থাকে মনের মণিকোঠায়;
এর নাম বুঝি প্রেম-ভালোবাসা, সুপ্তি বুঝি এর নাম!
তবু তো কত প্রেয়সী প্রিয়র তরে নির্ঘুম রাত কাটায়!

রুবাই-৩৫

সিরিয়ার কথা মনে হতেই আঁৎকে উঠি!
রক্তের বন্যা যদি ডুবিয়ে দেয় এ মাটি!
যদি দুর্ভিক্ষ হানা দেয়, উঠবে হাহাকার-
আবালবৃদ্ধবনিতা পাবে না খাদ্যের মুঠি!