রুবাই-২৪


স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ গোলাব, কি তার মাধুর্য, কি তার সুবাস;
আদরের দয়িতা-প্রিয়তমা; তবুও, জানে না সে কতটাই খাস!
তুলতুলে পাপড়িতে আবৃতা, তবু হতে চায় অহেতুক বে-আব্রু!
স্বেচ্ছায় হতে চায় সে দলিত-মথিত! নিন্দিত হয় হারিয়ে শ্বাস!


রুবাই-২৫


মনচোর যখন হৃদাকাশে এসে শুরু করে লুকোচুরি
তখন চঞ্চলতার মিহি ঢেউ দেয় পিরীতির সুড়সুড়ি!
ভালোবাসার বিনিময়ে সবে যদিও ভালোবাসা চায়
তবু কেউ নির্ঘুম রজনী কাটায়, দুঃখ যার ভুরি ভুরি!


রুবাই-২৬


আজন্ম অধিকার ভেবে করে লজ্জাস্কর আচরণ!
অবিরাম কসরত শেষে চলে দখলের অভিযান!  
যদিও পাপবিদ্ধ আত্মা কিছুই করে না স্বীকার!
তবু প্রতারণায় অভ্যস্ত! করে অমরত্মের সন্ধান!