মরীচিকা পিছে ছুটে চলি মিছে
অহমিকা দোষে দুষ্ট,
সরলমনাকে করে প্রতারণা
পদতলে করি পিষ্ট!


পড়াশোনা শিখে, দু’কলম লিখে
আপনাকে ভাবি মহাজ্ঞানী,
একই পথে হেঁটে নারীগণও ঠাটে
নিজেদের ভাবে মহারাণী!


ধরণীর পুজারীরা ভোগীদের ভক্ত
অতন্দ্র প্রহরীরা মাদকে আসক্ত,
দলে বলে অপরাধী হয়ে যায় মুক্ত!
স্বার্থের প্যাঁচে ঝরে তরুণের রক্ত!


প্রভাবিত জনপদে বয়ে যায় আনন্দ
ত্যাগীরা হারায় শেষে জীবনের ছন্দ,
দেশে বাড়ে অগোচরে অনাহুত দ্বন্দ্ব;
মুক্তির পথ গুলো হয়ে যায় বন্ধ!