মাথার উপরে নেই মেঘের ছাতা!
রেখে গেছে চৈত্র, তার রুদ্র উষ্ণতা!
এলো বৈশাখ, নিয়ে ঘাম ঝরা উত্তাপ
থমকে দাঁড়ায় পথিক, মুখে নেই কথা!

প্রতিদিন বাড়ছে তাপের তীব্রতা!
ব্যাধির থাবার শঙ্কায় বিব্রত জনতা!
কি এক ভয়ংকর অকাল, চলছে এখন
বাড়ছে কষ্ট সবারই, কমছে আন্তরিকতা!


তবু কেউ নেয় প্রস্তুতি বর্ষবরণের;
কমতি নেই তার মনে আয়োজনের,
চমক দিতে চায় আচারের রীতি দিয়ে
নেই তার মনে কোন ভয় রক্তক্ষরণের!


এর মাঝে চলছে সিয়াম সাধনা;
বিলোম ক্ষণেও নেই কোন বাহানা!
ঈমানী শক্তিতে, বলীয়ান্ হয়ে মানে,
মাসধরে করে আল্লাহ্তা’লার উপাসনা।