উত্তরণের পন্থা যখন রুদ্ধ হয়ে যায়!
লাঞ্ছিতের পিঠ তখন দেয়ালে ঠেকে;
ক্ষমাহীন মৃত্যুদূত এসে অগ্রে দাঁড়ায়!
উত্তরণের পন্থা যখন রুদ্ধ হয়ে যায়!
বাকি পৃথিবী অবাক বিস্ময়ে তাকায়!
ইতিহাস তখন বৈচিত্র্যের ছবি আঁকে!
উত্তরণের পন্থা যখন রুদ্ধ হয়ে যায়!
লাঞ্ছিতের পিঠ তখন দেয়ালে ঠেকে।