হাজার নদীর সরসদেশে
শুকায় যখন জল,
বুঝতে পারে তখন সবে
লুকিয়ে আছে ছল্!


কেউবা দেখে স্বপ্ন জেগে
মনের মতন করে,
সব করেছে তারাই ভবে
হাজার বছর ধরে!


রঙ-বেরঙের ধাপ্পাবাজি
যখন হ’লো ফাঁস!
বুঝলো তখন দেশদরদী
কার হয়েছে দাস!


যতই করো নতুন করে
বিজয় গাঁথার চাষ,
মিলবে শুধু রক্তস্রোতে
দেশপ্রেমীর লাশ!


আবার যদি যায় হারিয়ে
রূপকথার সে দেশ,
ঝরবে চোখে অনন্তকাল
বিষ-বেদনার রেশ!