একখন্ড স্ফুলিঙ্গ হতে ছড়িয়ে পড়তে
পারে সারা বিশ্বে সহস্র আলোর কণা;
সেই সত্যের ছায়ায় যদি বেঁচে থাকি,
যদি রেখে যেতে পারি জিঞ্জির বিমুক্ত
আনন্দমুখর এক স্বপ্নময় আবাসভূমি।
তবেই, জীবন হবে সার্থক এই ভুবনে।
কল্যাণের তরে এসো সত্য পথ ধরে
গড়ে তুলি অনিন্দ্য বিশ্ব, সবার তরে।


আর যদি বিনষ্ট মানুষজন দানব হয়ে
চেপে বসে জনগণের দুর্বল বক্ষদেশে;
নিশ্চয় তারা সেই কুঞ্জবনের সরীসৃপ!
আমি কারো অবাধ্য অঙ্গ নই রঙ্গভূমে,
দেশের স্বাধীনতাই জনতার অস্তিত্বের
সাহসী নিদর্শন, মুক্ত শ্বসনের পূর্বশর্ত।