টিপটিপ বৃষ্টি পড়ে, গভীর রাত!
আমি তো ছিলামই নায়;
ছিল বরুনের সাথীরাও।
ঘনঘোর অন্ধকার, অথৈ পাথার!
বিড়ালের মত নিঃশব্দে
নাও খানি এগিয়ে যায়,
শুধু বৈঠার থপ থপ আওয়াজে।
হায়নার চোখের মত
সার্চ লাইটের আলো ফেলে ফেলে
গানবোটের শব্দগুলো পাক খেয়ে যায়।
সিগারেটের আলো বিহীন
জোনাকীর আলো জ্বলা রাত,
রায়টাকে পিছে ফেলে
জলঙ্গীর পথে নাও ধায়।
উজানের বাঁকে বাঁকে, লুকিয়ে লুকিয়ে,
পাড়ি দিতে হবে ঢের পথ;
শেষে ছিল টানা নদী,
ছিল না সুযোগ লুকোবার!
মাঝে মাঝে আওয়াজ তুলে
গানবোট ধেয়ে আসে
যদি দেখে ফেলে তবে নেই নিস্তার!
সতর্ক চোখের তারায়
জিঘাংসার আগুন জ্বলে
হৃদয়ে লালন করে মুক্তির অঙ্গীকার।
অতঃপর প্রশিক্ষণ শেষে
আবার ফিরবো দেশে
সশস্ত্র সেনার সাজে যুদ্ধ করবো বারংবার।
শুধুই স্বাধীনতা চাই,
আর কোন স্বপ্ন নাই,
মানুষের মত চাই বাঁচার অধিকার!