ইমা সীমা পড়ছে বসে
ম্যাডাম রুনার কাছে,
বিদ্যালয়ের পড়া আগে
বাড়ির পড়া পাছে।


পড়তে বসে কথা আসে
স্বাধীনতা নিয়ে,
মুক্তিযুদ্ধ হয়েছিল
আগ্নেয়াস্ত্র দিয়ে।


ম্যাডাম রুনা বলতে থাকে
যুদ্ধের ইতিহাস,
লক্ষ শহীদ রক্ত দিয়ে
পূরলো অভিলাষ।


এখন তোমরা শিশু যারা
তারাই জাতির প্রাণ,
গড়তে হবে সোনার বাংলা
রাখতে হবে মান।


দেশের তরে জীবন দিয়ে
রুখে দিও রাক্ষস,
স্বাধীনতার জন্যে কিন্তু
নেই কোন আপোষ।