কর্মক্ষণে হারালে মেজাজ, হবে সর্বনাশ!
অস্থিরতার তীব্র আঘাত করবে স্বপ্ন গ্রাস!
সব কিছুতে খামখেয়ালী সৃষ্টি করে ত্রাস!
যথার্থতা বিগড়ে যাবে! ছলের হলে চাষ!
হাসির খোরাক বাড়াইওনা বন্ধ হবে শ্বাস,
হাড়িয়ে যাবে সঙ্গে থাকা সবুজ দূর্বাঘাস!
কারে নিয়ে করবে যুদ্ধ, ফুরাবে সব আশ;
জেনে যাবে প্রতিপক্ষ! গোপন হলে ফাঁস!
মনো মাঝে গোপন আছে মিত্রের আশ্বাস;
তৈয়ার আছে রঙতুলি আর স্বচ্ছনীলাকাশ,
শর্তসবই স্বরণ আছে, বলুক না সব দাস!
রাজাসনের মোহ ডেকে, ধরতে বলে রাশ;
তবুও তামাম স্বেচ্ছাচারী ফেলে শত লাশ!
উপসংহার হয় না সুন্দর! সাক্ষী ইতিহাস।