ঘৃণীতদের কে আর করবে ঈর্ষা!
কারণ, তার উপর অবিরতই নিপতিত হয়
পরম স্রষ্টার অভিশম্পাতের বর্ষা!


আর তো বেশিদিন বাকি নেই!
অর্থ-প্রাচুর্য কি তাদের রক্ষা করতে পারবে?  
সেদিন তারা সব হারাবে খেই!


সাধের প্রাসাদতো রবে না অক্ষত;
ওরা যা নির্মাণ করেছে দুর্বলরে ধোঁকা দিয়ে!
সবই ধ্বংস হবে খরকুটোর মত!


তাদের অপরাধী মন করে পাপ!
যত বড়ই হোক না কেন প্রভাবশালী-লম্পট;
নির্যাতিতগণ দিয়ে যাবে অভিশাপ!


তাদের দম্ভ-অহংকার হবেই চূর্ণ
থাকবে না চিরকাল তাদের ক্ষমতার দাপট,
তখন সঙ্কটে জালিম হবে বিবর্ণ!


হাশরের ময়দানে সাক্ষ্য দেবে অঙ্গ;
কোথায় রবে প্রতাপ-অহম, আশা হবে ভঙ্গ!
থাকবে না প্রাবল্য, মিটে যাবে রঙ্গ!