অরক্ষিত স্বাধীনতাকে আজ সুরক্ষা দিতেই
দিতে হবে দেশপ্রেমীকে বুকের তাজা খুন।
আমি আমার তারুণ্যে স্বাধীনতার সংগ্রামে
জীবনের ঝুঁকি নিয়ে রণে ঝাঁপিয়ে পড়েছি!
দেশরক্ষায় তোমরা কি ভূমিকা রাখবে না?
তোমরা তরুণ-যুবক, অঙ্গীকার করে নাও।
সামনে ভয়! আর পিছনে রয়েছে পরাজয়!
পরীক্ষার সম্মুখীন এখন তোমাদের জীবন!


শকুনের নখের আঁচরে, নষ্ট হলে মানচিত্র!
আমরণ বাঁচতে হবে হয়ে জালিমের ভৃত্য!
তার চেয়েও উত্তম; নির্ভীক শহীদের মৃত্যু।
মরণক্ষণ নির্ধারিত, এটাই স্রষ্টার ধর্ম সূত্র।
আর নয় ভয়-অলসতা, তুমি দেশের মিত্র
গড়ে তুলো নিজের হাতে দেশপ্রেমী গোত্র।