মূল্যবোধের অবক্ষয় নিয়ে উচ্চবাচ্য নেই!
কারণ, কমবেশি সবাই আক্রান্ত এ ভাইরাসে!
কি সাংঘাতিক! তাই কারো মাথাব্যথা নেই!
যাদের সুযোগ আছে, তাদের ঘুষ খায় না কে!
সুদ তো স্বাভাবিক বিষয় এখন বিশ্ব জুড়ে!
ভেজালে সয়লাব! ওজনে কারচুপি ঘরে-ঘরে!


মিথ্যাচারের প্রবণতা বাড়ছে দিনে রাতে!
কথায় কথায় শুনি অশ্লীল গালিগালাজ!
পাল্টে গেছে প্রেম-প্রীতির ধরণ-প্রকৃতি!
পরকীয়া-ভ্রষ্টাচার! কেমন রীতি-নীতি!
সমকামিতাও পেয়েছে দেশে দেশে স্বীকৃতি!


ব্যাভিচার কি বৈধ? চারিদিকে উঠেছে শোর!
ডানে-বায়ে, সামনে-পিছনে দেখি নেশাখোর!
নেশার পেশায় নয় কে জড়িত, বোঝা ভার!
অবৈধ খুন, জবরদখল, অপরের সম্পদ গ্রাস-
ডাল-ভাতের মত নিত্যনৈমিত্তিক ব্যাপার!
অথচ, অধিকাংশ ক্ষেত্রেই পায় সবে পার!


ঘরে ঘরে সহজলভ্য আজ পেশাদার খুনি!
আদর্শ-নৈতিকতার কেউ আর ধারে না ধার!
গুজব-অপপ্রচার-অপবাদের বসেছে হাট-বাজার!
সত্য প্রকাশে বাধার প্রাচীর নিয়মের খোরাক!
এর নাম কি “গণতন্ত্র” নাকি “স্বৈরাচার”?


আসলে এটাই সেই আইয়ামে জাহেলিয়াত!
হযরত আলী(রাঃ)এ বিষয়ে বলেছেন-
“কখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে?
যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে,
ধনীরা কৃপণ হয়ে গেছে, মূর্খরা মঞ্চে বসে আছে,
জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে এবং শাসকরা মিথ্যা কথা বলছে।”


অথচ, বিশ্ব ইতিহাস বলে,-
এমন সব অসভ্যতার কারণে পূর্বেও
বারংবার বহু সভ্যতা ধ্বংস হয়ে গেছে!