সামনেই নতুন বাঁক!
বাঁক ঘুরলেই বধ্যভূমি-বারুদের পাহাড়!
লুকিয়ে আছে পর্দার অন্তরালে বিস্ময়!
হয়তো বেড়িয়ে আসবে নানান চমক!


বলতে তো চাই কিছু মৌলিক সংবাদ;
কিন্তু, শব্দবাণের তীব্রতা কেড়ে নেয়
বাক স্বাধীনতার মৌলিক অধিকার!
ভয়ঙ্কর কাব্যসন্ত্রাসে হাত-পাও বাঁধা!


লাগামহীন জবানে ছুটে বারুদের উত্তাপ!
তবুও সত্য স্বরূপে প্রকাশ পাবে
বাঁধ ভাঙ্গা জোয়ারের প্রচন্ড চাপে
ধুম্রজাল ভেদ করে জনতার আঙিনায়!


কাব্যভাষাও বদলে যায় কি এক আক্রোশে!
ক্ষমতার প্রখরতা উদোম করে দেয় ইতিহাস!
তবুও গ্রহণ করি না ইতিহাসের শিক্ষা!
তাই, ভুল করে ভুল করি বার বার।