এমন অপার্থিব ঘটন যদি ঘটে কখনো কোন রাতে;
অগণনীয় মানুষ হবে সংজ্ঞাহীন অথবা-অন্ধ-বধির!
আর, যদি নাও হয় তবে হবে! খাস কোন নিশীথে!
তখন “সুবহানাল কুদ্দুস” জিকির করো বারে বারে।
সেজদায় লুটে পড়ো, মহান আল্লাহ্’তালার সমীপে।
চলে যেও গাঁয়, মজুদ করো বছরের খাবার-দাবার।
বাইরে থেকো না, নিবিড়ভাবে ইবাদতে থেকো রত।
এটাই হোক মুমিনের অঙ্গীকার, হোক ঈমানের ব্রত।


আমাদের সীমিত জ্ঞান! সৃষ্টির রহস্য ভেদে অক্ষম!
এলোমোলো ভেবে করি কতই না সময়ের অপচয়!
হারিয়ে যাই অগণ্য কত প্রশ্নের মাঝে কিছু না বুঝে;
ভাবি না কি যোগ্যতা! কি করে বুঝব কোনটা সত্য-
সৃষ্টির স্রষ্টা যিনি তিনিই দিতে পারেন পথের সন্ধান,
যে পথে মিলবে প্রশান্তি, মুক্তির আনন্দ-অনন্তকাল।