হচ্ছেটা কি এই দেশে-
নানান রকম গুজব কেন উড়ছে বাতাসে?
জ্ঞানী-গুণী বুদ্ধিজীবী দেশ ছেড়ে কি পালিয়েছে?
এক পলকে দেশটা আমার ভরে গেল সন্ত্রাসে!


দেখাশোনার দায় ছিল যার
তারা কি সব ঘুমাচ্ছে?
কথায় কথায় মানুষ কেন
দিন-দুপুরে কোপাচ্ছে?


আগুন নিয়ে খেলছে কি কেউ?
পুড়বে রে দেশ, মরবে মানুষ হঠাৎ যদি যায় ধরে!
চাইছে কারা খুনের প্লাবন কিংবা আগুন
কারোর মাঝে নেই রে গরজ, নেই কেন গুণ?


কোথাও কি ভাই জট লেগেছে?
সবাই কেন উল্টা-পাল্টা হর-হামেশা কামাচ্ছে?
শান্তি কেন নাই রে ও ভাই, একটুখানি শান্তি দে।


এ সব শিক্ষা পেলো কই?
ঈমান-আমল গেলো কই?
কোন সুতোতে প্যাঁচ লেগেছে, পাও না কেন মিল খুঁজে?
জেদাজেদি নয় রে ভালো, সবাই বসে একসাথে
রাগ-বিরাগের ইতি টেনে খেতেই পারো এক পাতে।


তবেই হবে দুঃখের শেষ-
উঠবে গড়ে সোনার দেশ।