“জান্নাত স্রষ্টার এমন এক নেয়ামত;
যা কোন অন্তর কল্পনাও করে নাই,
যা কোন চোখ কোনদিন দেখে নাই!”


যতই বল না কেন! রূপকথার গল্প!
তোমরা এলিট হলেও আমিও মানুষ;
হয় তো, তোমাদের চেয়ে বুঝি অল্প।


ক্ষমতার দাপটে কতকিছুই মানো না!
সে সব তোমাদের নিজেদের ব্যাপার,
তবে কত ভালো আছো তিনি জানেন!


আল্লাহ’র নিয়মে অরুচি ধরেছে জানি;
তবে একথা তো মানো নিশ্চয়ই তুমি,
ঐশ্বর্য-বিলাসিতা অশুভ রোগের খনি!


কাক নীড়ে বাড়ে হায় কোকিল শাবক
কার সাথে কার প্রেম বোঝা বড় দায়!
এই যদি শান্তি হয়, কে বা বলো চায়?


আমার পশ্চাদগতি আমারই থাক না!
তুমি তো আছো শুনি রাজোচিত সুখে!
আরো শুনি শান্তি নেই নেশার কারণে!