আমি শান্ত সৌম্য পৃথিবীটা দেখি
ফজর নামাজ পড়ে,
কোলাহল নয, মৃদু বায়ু বয়
ঝির্ ঝির্  করে।


ক্লান্ত মানুষ তখনও ঘুমিয়ে
একটু স্বপ্ন নিয়ে,
ছোট তরীখানি বয়ে নিয়ে যায়
সুখের দরিয়া দিয়ে।


তখনও অরুণ দেয় নাই উঁকি
ঘুমন্ত বসুধায়,
প্রকৃতি রয়েছে কুয়াশা মুড়িয়ে
দারুন অলসতায়!


ঘুম থেকে জেগে করে কলরব
পাখিরা মিষ্টি সুরে,
রজনী পেরিয়ে দিবস আবার
দাঁড়িয়েছে দেখ ঘুড়ে।


নতুন দিনের আগমন ঘটে
পল্লীর জাগরণে,
সোনালী ফসল করে আলাপন
মৃদু সমীরের সনে।


কিষান বধুয়া আলুথালু বেশে
খুলিয়া দিয়াছে দ্বার,
লগি মেরে মাঝি শুরু করে দিন,
শুরু করে পারাপার।