একাত্তরের বিপ্লব তো আর নিরামিষ ছিল না;
বিপ্লবের জন্ম হয়, শমিতজনদের হৃদয়কুঞ্জে,
তাই সে মহান বিপ্লব কিন্তু শান্তিপূর্ণ ছিল না।
আর সেটাই ছিল নির্ভীকদের শ্রেষ্ঠ দেশপ্রেম।
এ ছাড়া দেশপ্রেমের আর কোন সংজ্ঞা নেই।
মানবতা যখন মুখথুবরে পড়ে বিবর্ণ জমিনে,
ক্ষুধা যখন ভুলে যায় নৈতিকতার শ্রেষ্ঠ পাঠ!
কবিদের কলম তখন ঝলসে উঠে বার বার।


যখন যে বাতাস-অনন্ত শূন্যে ভেসে বেড়ায়!
সেই প্রবণতা ছুঁয়ে যায় তখন সর্বত্র-বিশ্বময়!
সময় খুব কম! গণতন্ত্রের হবে কি পরাজয়?
আসবে স্বৈরশাসন! তখনই হবে বোধোদয়।


এ কাব্যপত্র যদি নাই পৌঁছায় রাজার হাতে
তবে সে রাজা নয়! বুঝবে দুর্যোগের রাতে!