আবালবৃদ্ধবনিতার বারুদদগ্ধ অগণ্য লাশ!
এখন নির্দিষ্ট কোন গোরস্থানের স্থিতি নেই!
মানবতার শত্রুর বিরুদ্ধে আর্তের ফরিয়াদ-
কাঁপিয়ে তুলছে আল্লাহ'র আরশ নিত্যদিন!
তবে অশ্রুবানে হয়তো হতে পারে সুনামী!
কিন্তু মানুষের মনুষ্যত্ব হারিয়েছে অজান্তে!
বিনাশ হয়েছে ভ্রাতৃত্ববোধ, নেই মানবতা!
স্বার্থ রক্ষায় অগণিত প্রাণ যায় নির্মমতায়!
আজ ঘুম ভাঙ্গে বিদারণের বিকট নিনাদে!
পালাবার রাস্তা নেই! খিন্ন আকুতিটুকু শুধু-
দেখা যেন হয় মরণের পর হাশরের মাঠে।
তখন যেন অন্তর্জ্বালা স্পর্শ না করে হৃদয়।
মুছে যেন যায় আজকের অনুভব চিরতরে;
হে মহান! চাই শুধু, অনন্তকালের প্রশান্তি।