স্মৃতির পাতা থেকে উঁকি দেয় অবুঝ শৈশব;
কৈশোরের দুরন্তপনা হৃদয়ে আঁকে আল্পনা!
যেখানে শুধুই জননীর মায়া-মমতার ছোঁয়া।
স্নেহ-ভালবাসার জড়াজড়ি আর সুখের ছায়া।
কৈশোর আর তারুণ্যের দুর্দমনীয় মোহনায়
দেখেছি রক্তের হোলিখেলা নির্ভিক সৈনিক!
ছিল না প্রেমের প্যানপ্যানানি আর দোতারা!
ছিল না বিরহের আদিখ্যেতার সাথে কবিতা!
রক্তসাগর ছেঁচে এনেছি স্বদেশের স্বাধীনতা।
প্রেম ছিল শুধু পতাকার সাথে,অন্য কিছু না;
আমাদের দেশপ্রেমই ছিল বরেণ্য মহাকাব্য,
যার কাছে কারো কাব্যের নেই কোন তুলনা।
মায়ের আঁচল ছিঁড়ে! পালিয়ে হয়েছি যোদ্ধা,
আজ, মায়াবী ঢঙ্গে অশ্রু ঝরায় কত বোদ্ধা!