ভালোবাসা যদি হয় মহাপাপে বিলীন
নববর্ষও তখন আর থাকে না শালীন!
কষ্টে নীল হয় স্বপ্ন! জীবন হয় মলিন!
বিবর্ণ মনে হয় তখন, সাধের জমিন!
মনে হয়, নির্দয় হৃদয়হীন বিশ্বলোক!
জমতে থাকে দিনেদিনে দুঃখ-শোক!
আলেয়ার কাছে, ধোঁকা খেয়ে বাড়বে
বিস্ময়! ক্লেশ দেখে, ক্লান্ত হবে চোখ!
হারাবো তখনই আমরা সত্য ঠিকানা
বাড়তে থাকবে অশান্তি আর বেদনা!
মনে হবে, সবই মিথ্যে! ব্যর্থ জীবন!
মানুষকে মনে হবে যেন সবাই রাবন!
অবিশ্বাসে ভরে যাবে প্রায় সবার মন
দুঃসহ হয়ে উঠবে তখন প্রতিটি ক্ষণ!