ভাঙ্গাহাটে বাজে আজ, বেদনার সুর!
প্রলয় আসছে ধেয়ে, ভাবে না অসুর!
লুটেপুটে খেয়ে যায়! সামনে যা পায়
বিপদ জেনেও ভাবে নেই কোন দায়!
আঁধারে মিশেছে সাঁঝ খুঁজে নারে পথ
যে কোন সময় থেমে, যাবে তার রথ!
কে করবে সাবধান! মানে কার কথা!
এখন করে না কাজ, আনাড়ির মাথা!


যে কারণে যা হবার! তাই হবে শেষে;
পড়লে সাগর মাঝে যেতে হবে ভেসে!
সময় থাকতে যদি, খুঁজে ভালো রাস্তা
মনোমাঝে ফিরে পাবে, পুনরায় আস্থা।
বেলা আর নেই বেশি! ভাবো একবার-
সুযোগ হারালে কিন্তু, মিলবে না আর!