শূন্য খাঁচা রইবে পড়ে
স্বপ্নপুরীর মোড়ে,
উঠবে নারে প্রাতঃকালে
মুয়াজ্জিনের সুরে।


বলবেনা কেউ মধুর কন্ঠে
বাজান গেল কই,
হাটে গেলে আমার তরে
আইনো মিষ্টি-দই।


বসবে নারে আগদুয়ারে
মাদুরখানি পেতে,
বলবে নারে সাতসকালে
চাদরখানি দিতে।


ডাকবে নারে নাতি-পুতি
রইবেনা আর মেতে!
করবেনা আর আদরযত্ন
সকাল-সন্ধ্যা-রাতে।


এমনি করে দিন ফুরালে
নিভবে হৃদয় বাতি!
খুলবেনারে চোখ দু’খানা
নামবে আঁধার রাতি!