আগুন নিয়ে খেলে যারা
অবুঝ শিশুর মত,
আগেও যারা খেলেছিলো
সব হয়েছে গত।


ভুলের মাঝে বসত করে
করছি বাহাদুরি!
সুযোগ পেলে সত্য বেচে
সবটা করি চুরি!


মুখোশ পড়ে ঘুরে ফিরে
অলীক করি ফেরি!
স্বার্থ যদি না হয় পূরণ
দু’পায়ে দেই বেড়ি!


আপনকে যে বড় ভেবে
দেখায় বাড়াবাড়ি!
তলে তলে অসত ভাবে
করছে বাড়ি গাড়ি!


শেষ সময়ে ঘুরে ফিরে
আবার সাজে সাধু!
পদ-পদবী রাখতে ধরে
ছড়ায় কালো যাদু!


যখন আসে স্রষ্টা থেকে
শেষ সময়ের ডাক!
খেয়াল জাগে শুদ্ধ হতে
রইবে না নাপাক!