ভরা পূর্ণিমার স্নিগ্ধ আলোয়
প্রেমিক যুগলে হাসে,
ভেজায় বসন মৃদু সমীরণে
অফুরান বিশ্বাসে।


অনন্ত কালের ক্ষুধা নিয়ে ওরা
এসেছে ধরণীতলে,
অঞ্জলি ভরা ভালবাসা আর
তৃষ্ণা মিটায় জলে।


কপোত-কপোতীর হাসিতে
মুক্তো ছড়ায় মহি'তে,
স্বপ্ন জড়ানো সৈকতে চায়
নীরবে মুখটি লুকাতে।


বিধাতাকে বলে চক্ষু মুদিতে
ভেঙ্গেছে ধৈর্য বাঁধ!
মুখ টিপে হাসে রসিক বসুধা
বিস্ময়ে হাসে চাঁদ!
                                  
ক্ষুব্ধ সাগর ফোঁসে গর্জনে
তেষ্টাতে কাতরায়,
সুখের সীমানা পেরিয়ে বলাকা
পত্ পত্ করে ধায়।


লগি মেরে মাঝি তড়তড় করে
জীবনের তরী বায়।
প্রকৃতির সাথে রজনীও আজ
ফাগুনের গান গায়।