জৌলুসহীন ব্যর্থ জীবন যার,
সেও হাসে ব্যঙ্গের হাসি বিলক্ষণ!
বিবর্ণ কাননের মালীও করে আস্ফালন!
উপহাস করে দ্বীনের বাণীকে কি এক
অসচঙ্কোচ নির্লজ্জতায় নিরন্তর-নির্বিবাদ!
হয়তো ধেয়ে আসছে আরো বড় প্রহসন,
ভয় হয়! সহসা আসে যদি খলের প্রলোভন,
ব্যর্থ হই যদি রুখে দিতে সেই আগ্রাসন!
কালিমা ছুঁয়ে গেলে আগামী হবে আরো কষ্টকর-
উনানে হয় যদি আমার অনন্ত নির্বাসন!
আশঙ্কা গ্রাস করে, বৃথাই যাবে বুঝি এই জনম;
অথচ, কারো কারো দমবাজি বিস্মিত করে,
আপন গন্ডিতে মহারাজা সেজে করে কুঁদন!
ভাবে, শূন্য থেকে এসে হারাবে শূন্যমাঝে,
মিছেই সৃষ্টি যত! মূল্যহীন এই মর্ত্য জীবন!