তোমাদের সংবিধানে নথিবদ্ধ আছে,
সার্বভৌমত্বের মালিকানা জনগণের!
বাহ্! ভারী সুন্দর জনদরদী সভ্যতা!
অথচ, যে সব বিষয় মনের মত নয়
তাকে লুকিয়ে ফেল কার্পেটের নীচে!
তোমরা এখনো জানাতে পারো নাই,
আমরা প্রজা, না কি দেশের মালিক।
তা তো মহানুভবতার অভিজ্ঞান নয়।


যারা শিষ্টাচারকে লালনে পিছপা হয়
নিজেদের অস্পৃশ্যতা প্রকাশের ভয়ে,
যারা নীতির প্রশ্নে করে, ঘৃণিত রফা!
সত্যকে দমিত করে, প্রতারণা দিয়ে!
তাদের কাছে শিখতে হবে সুশীলতা!
আর কতই দেখবো আমরা কুটিলতা!