স্বপ্নের অঙ্কুর তোমার কাছেই রেখে গেলাম-
মুক্তির নাগাল পাবার খোঁজে,
তোমার হৃদয়ের গভীরে রেখে দিও আমাকে।
যদি আসি ফিরে, হাতটা বাড়িয়ে দিও আলতো করে।


সোহাগীর ঘুম ভেঙ্গে গেলে বলো,
কালো মেঘের আড়ালে সূর্যের লালিমা থেকে
যদি পারি মিষ্টি কিছু সুখ এনে দেব।
আর যদি ফিরে না আসি,
ভালবাসার চুম্বনটুকু মেখে দিও গালে।


বিন্দু বিন্দু লোনা জলে পথ যদি হয় পিচ্ছিল!
সঙ্কট এসে যাতনা বাড়াবে শেষে,
মুক্তির আনন্দ যদি মিশে যায় নীলাকাশে-
রিক্ত হাতে ফিরে এসে কি দেবো তোমাকে!


তাই শেষ বারের মত তাকাও স্বচ্ছ চোখে।