মাগো, তোমার মানবিকতায় সিক্ত হয়ে
আমি শৈশবের সৌকর্যে ফিরে যেতে চাই,
তোমার স্নেহ-ভালোবাসার কাঙাল হয়ে
সমগ্র পৃথিবীকেই আঁতুড়ঘর ভাবতে চাই।


আমি, জন্মান্ধের মত তোমার আঁচলতলে
মাথা গুঁজে পঙ্কিলতামুক্ত থাকতে চাই,
দূষিত ভূমির অপবিত্র-আবর্জনা হয়ে নয়-
স্রষ্টার দাস হয়ে জ্যোতির্ময় হতে চাই।


মাঝে মাঝে হাঁপিয়ে উঠি চৌর্যবৃত্তি দেখে!
আতঙ্কিত হই রুষ্ট-দুর্বৃত্তের নিষ্ঠুরতায়!
অথচ, মানুষ এ জগতে, স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি;
তার উচিৎ ছিল শ্রেয় হওয়া বিনম্রতায়।


অভিশপ্ত স্বর্গরাজ্যে! আমি কেনো এলাম!
যেখানে ঈমান যায় ধূর্তের প্রতারণায়!
ঘর্মাক্ত হয়ে যাই পণ্যের নির্বিচার দুর্মূল্যে,
মুক্তির তৃপ্তি লুপ্ত হয়, তীব্র হিংস্রতায়!


তার চেয়ে উত্তম মাগো, চিরমুক্তির তরে
মহান আল্লাহ’র কাছেই প্রার্থনা করা,
স্বৈরতা আর বন্যতা থেকে বেড়িয়ে এসে
আত্মসমর্পণ করে নিবর্তন করা ধরা।